শিরোনাম:
দর্শনার ঈশ্বরচন্দ্রপুরে বিজিবির অভিযানে ইয়াবাসহ একজন আটক
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৯:১৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ অগাস্ট ২০১৮
- / ৩২৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনার ঈশ্বরচন্দ্রপুরে থেকে ১২ পিস ইয়াবাসহ একজনকে আচক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে তাকে আটক করা হয়। জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে ১২ পিস ইয়াবাসহ দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ফকর উদ্দিনকে (৫০) আটক করেছে। উদ্ধারকৃত ১২ পিস ইয়াবার আনুমানিক মূল্য ৩ হাজর ৬শ’ টাকা। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করে হাবিলদার আশানুল হক বাদী হয়ে বর্নিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
ট্যাগ :