দর্শনার আলোচিত মাদকব্যবসায়ী আকলিমা খাতুন আটক : ফেনসিডিল উদ্ধার
- আপলোড টাইম : ০৮:৪৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮
- / ৫৫৪ বার পড়া হয়েছে
দর্শনা অফিস: দর্শনার আলোচিত মাদকব্যবসায়ী আকলিমা খাতুনকে (৩২) ইয়াবা ও ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাকে দামুড়হুদার সীমান্তবর্তী ঝাঁঝাডাঙ্গা গ্রাম থেকে আটক করা হয়। আটককৃত খাতুন দর্শনা আজমপুর মাঠপাড়ার সোহাগের স্ত্রী। তার কাছ হতে একটি প্লাষ্টিকের বৌয়মে লিকুইড ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর ইউনুচ আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিত্বে এএসআই গোলাম রহমান ও এএসআই লাবলুসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালায় দামুড়হুদার সীমান্তবর্তী ঝাঝাঁডাঙ্গা গ্রামে। এসময় গ্রামের মসজিদের নিকট থেকে একটি প্লাষ্টিকের বৌয়মে করে ফেনসিডিল বহন করে নিয়ে আসার সময় আকলিমা খাতুন ওরফে খাতুনকে আটক করে পুলিশ। আটককৃত আকলিমা খাতুন দর্শনা পৌর এলাকার আজিমপুর মাঠপাড়ার আলোচিত মাদকব্যবসায়ী। উদ্ধারকৃত প্লাষ্টিকের বৌয়মে থাকা ফেনসিডিলের পরিমাণ ২ কেজি ৮শ’ গ্রাম। তাকে গতরাতেই দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর ইউনুচ আলী বাদি হয়ে আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে দামুড়হুদা থানা পুলিশে সোপর্দ করেছে।