দর্শনায় ৭ বোতল বিলাতি মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দর্শনা অফিস:
দর্শনায় অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দর্শনার হঠাৎপাড়ায় এ অভিযান চালানো হয়। অভিযানে দর্শনা কেরুজ বিভিন্ন ব্র্যান্ডের ৭ বোতল বিলাতি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- হঠাৎপাড়ার মৃত সোনা মিয়ার ছেলে আমিরুল ইসলাম (৪০) ও একই এলাকার রাহিদুল ইসলামের ছেলে জাহিদ হোসেন (২৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের বিভাগীয় সদস্যদের সমন্বয়ে দর্শনার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দর্শনা আনোয়রপুর হঠাৎপাড়া মোড় থেকে আমিরুল ইসলাম ও জাহিদ হোসেন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। এসময় আমিনুলের হাতে থাকা ব্যাগ তল্লাশী করে কেরুজ ৭৫০ মিলির ৪ বোতল গোল্ড রিবোন্ড জিন, ২ বোতল জারিনা ভদকা ও ১ বোতল ফাইন ব্র্যান্ডিসহ মোট ৭ বোতল বিলাতি মদ উদ্ধার করা হয়। গতকালই আটক দুজনের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে।