দর্শনায় ১৩৯০ প্যাকেট বিদেশি সিগারেটসহ যুবক গ্রেপ্তার

দর্শনা অফিস:

দর্শনায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৯০ প্যাকেট বিদেশি সিগারেটসহ নয়ন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গড়াইটুপি মেলার মাঠপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নয়ন তিতুদহ ইউনিয়নের মন্ডলপাড়ার লিয়াকত আলীর ছেলে। পুলিশ জানায়, গতকাল দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে এসআই মো. তারিফুজ্জামান, এএসআই ও মো. ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গড়াইটুপি মেলার মাঠপাড়ায় অভিযান চালায়। এসময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তল্লাশি করে ১ হাজার ৩৯০ প্যাকেট বিদেশি সিগারেটসহ নয়নকে আটক করে। পরে তাকে থানা হেফাজতে নিয়ে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে।