চুয়াডাঙ্গা মঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩

দর্শনায় ১৩৯০ প্যাকেট বিদেশি সিগারেটসহ যুবক গ্রেপ্তার

নিউজ রুমঃ
মার্চ ২৮, ২০২৩ ৮:১২ পূর্বাহ্ণ
Link Copied!

দর্শনা অফিস:

দর্শনায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৯০ প্যাকেট বিদেশি সিগারেটসহ নয়ন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গড়াইটুপি মেলার মাঠপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নয়ন তিতুদহ ইউনিয়নের মন্ডলপাড়ার লিয়াকত আলীর ছেলে। পুলিশ জানায়, গতকাল দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবীরের নেতৃত্বে এসআই মো. তারিফুজ্জামান, এএসআই ও মো. ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গড়াইটুপি মেলার মাঠপাড়ায় অভিযান চালায়। এসময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক তল্লাশি করে ১ হাজার ৩৯০ প্যাকেট বিদেশি সিগারেটসহ নয়নকে আটক করে। পরে তাকে থানা হেফাজতে নিয়ে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।