
দর্শনা অফিস:
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর বলেছেন, ‘২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চুয়াডাঙ্গা-২ আসনে আমার নির্বাচনী এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অনুদান পৌঁছানো হয়েছে। প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসায় সরকারের শিক্ষা খাতের সব দাবি মেনে নেওয়া হয়েছে। প্রান্তিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানেও অবকাঠামোগত উন্নয়নের ছোঁয়া লেগেছে। শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয়। যখন যা চাওয়া হয়, সরকার তাই দেয়। এত কিছুর উদ্দেশ্যই হলো শিক্ষার মান উন্নয়ন। যে কোনো কিছুর বিনিময়ে আমরা চাই শিক্ষার মান যেন বৃদ্ধি পায়। দুস্থ পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপসহ শিক্ষা খাতে বিভিন্ন অনুদান দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তাঁর হাত ধরে আমাদের দেশ আজ উন্নত রাষ্ট্রের অভিষ্ঠ লক্ষ্যে ছুটে চলেছে।’
গতকাল শুক্রবার সকাল ১০টায় দর্শনার ডাকবাংলো অডিটরিয়াম চত্বরে অনুষ্ঠিত জেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়ের এক হাজার শিক্ষকদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে এসব বলেন সাংসদ আলী আজগার টগর।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতার সভাপতিত্বে বিশেষ অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। তিনি বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। মানসম্মত শিক্ষা প্রদানে একজন শিক্ষকের কোনো বিকল্প নেই। জাতি গঠনের শিক্ষকদের কাছে রাষ্ট্রের অনেক চাওয়া। শিক্ষক/শিক্ষিকাদের কাছে শিক্ষার্থীরা যেন নিজের সন্তানের মতো থাকে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ কুমার ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ. মতিন, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, কার্পাসডাঙ্গা কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম, বড়শলুয়া নিউ মডেল কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক কমিটি আহ্বায়ক গোলাম ফারুক আরিফ।