দর্শনায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

দর্শনা অফিস:
দর্শনা পৌর বিএনপি সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেটের পরিবারের পক্ষ থেকে দর্শনা পরাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা করেছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে কম্বল বিতরণ করেন দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, তাঁর স্ত্রী আশরাফি খাতুন ও ছেলে মাহির আজমল। এছাড়াও তার পরিবারের পক্ষ থেকে পরাণপুর গ্রামের বেশকিছু দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান হিরো, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলী, আয়শা সিদ্দিকা, মাহাফুজা খাতুন, শিল্পী খাতুন, পাপ্পু, রিফাত রহমান, রাতুল, আকাশ প্রমুখ।