চুয়াডাঙ্গা শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

দর্শনায় যুগান্তরের দুই যুগপূর্তি উদ্যাপন

নিউজ রুমঃ
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

দর্শনা অফিস:
দর্শনায় দৈনিক যুগান্তর পত্রিকার দুই যুগপূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮ টায় দর্শনা প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুগান্তর পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি ইকরামুল হক পিপুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও দুর্নীতি অনিয়মের তথ্য তুলে ধরে যুগান্তর। জনগণের অধিকারের কথা বলে। সমাজের অন্যায় অবিচার নিষ্পেষিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে পত্রিকাটি। দেশের উন্নয়ন, ন্যায় প্রতিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে ২যুগ ধরে পত্রিকাটি পাঠকদের মনে জায়গা দখল করে রেখেছে। পত্রিকাটি পেয়েছে আন্তর্জাতিক মর্যাদা। দেশের ১৮ কোটি মানুষের স্পন্দন হয়ে উঠেছে দৈনিক যুগান্তর।’
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু। তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যুগান্তর পত্রিকা মানুষের মনে জায়গা করে নিয়েছে। সত্য প্রকাশে আপোষহীন একটি পত্রিকা যুগান্তর। দেশে এখন যুগান্তর জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। আমরা যুগান্তরে আরও সাফল্য কামনা করি।’
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর কুমার কুণ্ড, দর্শনা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রবিউল হক সুমন, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আতিয়ার রহমান হাবু, দর্শনা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নিরব হোসেন, দৈনিক যুগান্তরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আহাদ আলী মোল্লা, দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের নির্বাহী পরিচালক আবু সুফিয়ান, আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এসএম ওসমান, সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাংবাদিক- কামরুজ্জামান যুদ্ধ, হানিফ মণ্ডল, এফ এ আলমগীর, আহসান হাবিব মামুন, চঞ্চল মেহমুদ, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, আব্দুল হান্নান, আব্দুর রহমান, ফরহাদ হোসেন, ইয়াছিন জুয়েল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।