দর্শনায় মেয়র প্রার্থী আব্দুল কাদেরের ওপর হামলার অভিযোগ

দর্শনা অফিস:
আসন্ন দর্শনা পৌরসভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থী আব্দুল কাদেরের ওপর হামলার অভিযোগ উঠেছে একই পৌরসভার ৬ নম্বর ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ ফয়সাল ও তার ভাই ফলেহারের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দর্শনা রামনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন দামুড়হুদা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও আসন্ন দর্শনা পৌরসভা উপ-নির্বাচনে মেয়র প্রার্থী আব্দুল কাদের (৫৮)।

তিনি বলেন, ‘আমি ও আমার আমির এবং সাবেক কাউন্সিলর সাহিকুল আলম অপু আজ (গতকাল শুক্রবার) বিকেলে রামনগর গ্রামে গণসংযোগ করতে যাই। গণসংযোগ শেষে চা খেয়ে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাচ্ছিলাম। এ সময় হঠাৎ করেই এমএ ফয়সাল ও তার ভাই ফলেহার আমাকে ধাক্কা মেরে ও লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। আমার সঙ্গে থাকা আমির ও অপুকেও তারা কিল-ঘুষি এবং বাঁশের লাঠি দিয়ে মেরে আহত করে। সেসময় স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে। এ ঘটনায় আমরা তিনজনই আহত হয়েছি।’

এ বিষয়ে এমএ ফয়সাল বলেন, ‘তারা মসজিদে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা অপপ্রচার করছিল। এ কারণে তাদেরকে ধাক্কা-ধাক্কি দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে।’ দর্শনা পৌরসভা উপ-নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হতে না হতেই হামলা ও মারপিটের ঘটনায় সুস্থ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সাধারণ ভোটাদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে।

এ ব্যাপারে জানতে চাইলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। কেউ কোনো অভিযোগও করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’