দর্শনায় প্রয়াত মেয়র মতিয়ার রহমানের স্মরণে সভা

দর্শনা অফিস:

দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা প্রয়াত মেয়র মতিয়ার রহমানের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সভাটির সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আওয়াল হোসেন। সভায় প্রয়াত মেয়র মতিয়ার রহমানের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত আলোচনা করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।

সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর। প্রেসক্লাবের সদস্য হানিফ মণ্ডলের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম ওসমান, সাংবাদিক সাংবাদিক সমিতির সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মনিরুজ্জামান সুমন, কামরুজ্জামান যুদ্ধ, হানিফ মণ্ডল, ইকরামুল হক পিপুল, আহসান হাবিব মামুন, চঞ্চল মেহমুদ, হাসমত আলী, মাসুম বিল্লাহ, সাব্বির আলীম, ওয়াসিম রয়েল, ইমতিয়াজ আহমেদ রয়েল, আব্দুল হান্নান, ফরহাদ হোসেন, ইয়াছিন জুয়েল প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক এফএ আলমগীর।