
দর্শনা অফিস:
দর্শনায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামালায় দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের স্কুলপাড়ার শামসুল হকের ছেলে শাওন (৩২), কেরামত ড্রাইভারের ছেলে সাব্বির হোসেন (২৩), রকিব উদ্দিনের ছেলে সাকিব হোসেন (২২), শাজাহান মাস্টারের ছেলে রাশেদ রেজা (২৮) ও আনন্দের (২৫) নেতৃত্বে এই হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে গতকাল সন্ধ্যায় দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে জিল্লুর রহমান (৩৪) ও শাহিন রেজা (৩২) নামের দুজনকে মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত দুজন হলেন দর্শনা কেরুজ পুরাতন উচ্চ বিদ্যালয় এলাকার ইদ্রিস আলীর ছেলে জিল্লুর রহমান ও কেরুজ এসপি লাইনপাড়ার নুরুল ইসলামের ছেলে শাহিন রেজা।
সূত্রে আরও জানা যায়, গত বৃহস্পতিবার দর্শনা থেকে ২ শতাধিক লোকজন নড়াইলের নিরিবিলি পার্কে বনভোজনে যায়। সেখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিরোধ হয়। এর জেরে বনভোজন থেকে ফেরার সময় একপক্ষ অন্য পক্ষের লোকজনদের মারপিট করে। এ ঘটনায় রাত থেকেই দর্শনায় উত্তেজনা দেখা দেয়।