দর্শনায় পুলিশের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের নৈতিক চরিত্র

দর্শনা অফিস:

দর্শনা থানাধীন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে নৈতিক শিক্ষা, মাদক সেবনের কুফল, ইভটিজিং, বাল্যবিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার ও প্রতারণা বিষয়ে সচেতনতামূলক প্রচার অব্যাহত রয়েছে। দর্শনা থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর এসব প্রচারণা চালিয়ে যাচ্ছেন। থানা সূত্রে জানা যায়, দর্শনা পৌরসভা ও ইউনিয়ন পর্যায় ইতঃমধ্যে ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, ‘সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, মোবাইল ফোনের অপব্যবহার ও প্রতারণা মুছে দিতে আমরা কাজ করছি। ইতঃমধ্যে দর্শনার বিভিন্ন এলাকা ও বিদ্যালয়ে আমরা প্রচার-প্রচারণা করেছি। আমরা চাই আমাগীর জন্য একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ রেখে যেতে। মাদক ক্রয়-বিক্রয় এলাকাগুলোতে উঠান বৈঠক করে ছাত্র-ছাত্রীদের সচেতন করা হচ্ছে। শুধু পুলিশ প্রশাসন নয়, সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ যদি এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নৈতিক চরিত্র গঠন, মাদক সেবনের কুফল ইভটিজিং, বাল্যবিবাহ সর্ম্পকে শিক্ষা বা পরামর্শ দেন, তাহলে শিক্ষার্থীরা তাদের চরিত্র গঠনে আরও সজাগ হবে। আমরাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো কিছু দিয়ে যেতে পারব।’