দর্শনায় পকেট মার আটক; থানায় সোপার্দ
- আপলোড টাইম : ০৯:২৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
- / ৪৫ বার পড়া হয়েছে
দর্শনা হল্ট স্টেশনে পকেট মারার সময় লাভলু ভুইয়া (৪৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে জনগণ। গতকাল হল্ট স্টেশনে রেলওয়ে পুলিশ আটক লাভলুকে পোড়াদা থানায় সোপর্দ করে। সে নড়াইল জেলার বালিয়াডাঙ্গার রাজ্জাক ভুইয়া ছেলে।
জানাগেছে, গতকাল ভোর ছয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ওঠেন দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের শফিউল আজম তোতা ও তার পরিবার। ট্রেনটি বেলা দেড়টার দিকে দর্শনায় পৌঁছালে ট্রেনের দরজায় যানজট সৃষ্টি করে লাভলু ভুইয়া। ট্রেন থেকে নামার সময় শফিউল আজম তোতার পকেটে থাকা প্রায় আড়াই হাজার টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে যাত্রীরা। পরে তাকে দর্শনা হল্ট স্টেশনের জি আর পি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে দর্শনা হল্টে স্টেশন জিআরপি পুলিশের অফিসার ইনচার্জ এসআই আতাউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পকেটমার ঘটনার কথা স্বীকার করে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে রেলওয়ে পোড়াদাহ থানায় সোপার্দ করা হয়।