
দর্শনা অফিস:
দর্শনা পৌর জামায়াতের আমির সাবেক পৌর কমিশনার সাহিকুল আলম অপু ও জামায়াত কর্মী ছানোয়ার হোসেনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গতকালই গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএস লুৎফুল কবীর জানান, গত ডিসেম্বর মাসে দর্শনার জয়নগর সড়ক থেকে বোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় দর্শনা পৌর জামায়াতের আমির সাবেক পৌর কমিশনার সাহিকুল আলম অপু এবং ছানোয়ার হোসেন নামে অপর এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গতকাল দুপুরেই তাদেরকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।