দর্শনায় জুয়া খেলার দায়ে দুজনের কারাদণ্ড

logo

দর্শনা অফিস:
দর্শনায় জুয়া খেলার দায়ে দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রোববার দর্শনার রামনগর মাঠে অভিযান চালিয়ে তাদের আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) স্বজল কুমার দাস ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ দিন করে জেল ও ১০০ টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন- পরানপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শিমুল (৪০) ও মুক্তার আলীর ছেলে সজিব (৩২)।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবির বলেন, বেলা আড়াইটার দিকে দর্শনার রামনগর মাঠে অভিযান চালিয়ে জুয়া খেলার দায়ে দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ৫ দিন করে জেল ও ১০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) স্বজল কুমার দাস।