
দর্শনা অফিস:
দামুড়হুদা উপজেলার দর্শনায় ২৫ ভরি স্বর্ণের ৪টি বারসহ হৃদয় (১৯) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে দর্শনা-মুজিবনগর সড়কের মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় আটককৃত যুবকের নিকট থেকে স্বর্ণের বার ও ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। আটক যুবক উপজেলার সীমান্তবর্তী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের নওশেদ আলীর ছেলে।
জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে গোপন তথ্যর ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শফিকুর রহমানের নেতৃত্বে এসআই শহিদুল বাসার, এসআই শিহাব উদ্দিন, এসআই সাজ্জাদ হোসেন ও এএসআই বিজন আবেদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা রামনগরে অভিযান চালান। অভিযানকালে এক মোটরসাইকেল আরোহী হৃদয়কে থামার সংকেত দিলে সে না থেমে সাদা স্কসটেপে মোড়ানো একটি পোটলা রাস্তার পাশের ডোবায় ফেলে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে আটক করে এবং ডোবা থেকে ছোট-বড় স্বর্ণের চারটি বার উদ্ধার করতে সক্ষম হয়। যার ওজন ২৯৫ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা বলে পুলিশ জানায়। এর পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান ও দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) লুৎফুল কবীর।
অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ‘স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলো ওই যুবক। আমরা আটককৃত আসামির স্বীকারোক্তির ভিত্তিতে গডফাদারকে খোঁজার চেষ্টা করছি।’