
দর্শনা অফিস:
দর্শনার মদনা গ্রামে বিশুদ্ধ পানি সাপ্লাই প্রকল্পের মদনা গ্রামীণ পানি সমিতির দ্বিতীয় প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা একটায় প্রধান অতিথি থেকে মদনা গ্রামের মাদ্রাসা এলাকায় এ প্রকল্পের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু। উদ্বোধনকালে তিনি বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার। এই সরকার উন্নয়নের রোল মডেল তৈরি করছে। তাই আগামীতে দেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যন ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনতাজ আলী, সাধারণ সম্পাদক জিয়াবুল হক, শেখ মো. শাহাব উদ্দিন ও আবু ফয়সাল। অনুষ্ঠান পরিচালনা করেন মদনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ।