দর্শনায় একজনের মনোনয়নপত্র বাতিল

সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা উপনির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আসলাম আলী তোতার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এদিকে আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

দর্শনা অফিস:
দর্শনা পৌরসভা উপনির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আসলাম আলী তোতার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। এদিকে আওয়ামী লীগের আতিয়ার রহমান হাবু ও স্বতন্ত্র প্রার্থী আরিফুজ্জামান আরিফের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার জেলা নির্বাচন কর্মকর্তা তারিকুজ্জামান দৈনিক সময়ের সমীকরনকে জানান, আরিফুজ্জামান আরিফ ও আতিয়ার রহমান হাবুর সব কাগজপত্র সঠিক থাকায় তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে, শেখ আসলাম আলী তোতার কাগজপত্র সঠিক ছিল। তবে স্বতন্ত্র প্রার্থী হতে নির্বাচনী এলাকার সংশ্লিষ্ট ফর্মে ১০০ ভোটারের নাম, স্বাক্ষর ও ঠিকানা থাকার শর্ত ছিল। শেখ আসলাম ১০০ জন ভোটারের নাম, স্বাক্ষর ও ঠিকানাযুক্ত ফর্ম জমা দিয়েছিল। এরমধ্যে তারা ৫ জনের নাম, স্বাক্ষর ও ঠিকানা যাচাই করলে ৪ জন তথ্য ঠিক থাকলেও একজনের নাম ঠিকানা নির্বাচন কমিশনের কম্পিউটারের ডাটাবেজে ছিল না। এ কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। অপরদিকে, গুনজন উঠেছে আতিয়ার রহমান হাবু বিনা প্রতিদন্দীতায় জয়ী হবেন। কারণ স্বতন্ত্র প্রার্থী আরিফুজ্জামান আরিফ আওয়ামী লীগের প্রার্থী আতিয়ার রহমান হাবুর সাথে এক মঞ্চে নির্বাচনী আলোচনা সভা করছেন। শিগগিরই আরিফ মনোনয়ন প্রত্যাহার করতে পারেন।

আলমডাঙ্গা:
আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ও আইলহাঁস ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা যাচাই-বাছাই শেষে সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অফিসে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। বেলা ২টায় যাচাই-বাছাই শেষ হয়। পরে দুই ইউপিতে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২৩ জন এবং সাধারণ সদস্য পদে ৫১ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

এরমধ্যে নাগদাহে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হায়াত আলী, জামায়াত সমর্থিত দারুস সালাম, স্বতন্ত্র প্রার্থী এজাজ ইমতিয়াজ বিপুল, মিশর আলী, আবুল হোসেন, আলমঙ্গীর হোসেন, হাবিবুল্লাহ, আওয়ালুজ্জামান ও আতিকুর রহমান। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ২৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
আর আইলহাঁসে চেয়ারম্যন পদে আওয়ামী লীগের জাহিদুল ইসলাম বাদল, বিএনপি সমর্থিত প্রার্থী মিনাজ উদ্দীন বিশ্বাস ও স্বতন্ত্র প্রার্থী বিল্লাল গণি। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৭ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার এম এ জি. মোস্তফা ফেরদৌস।

জীবননগর:
জীবননগর উপজেলার ৬টি ইউপিতে ২৬৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা পরিষদের সভাকক্ষে যাচাই-বাছাই শেষে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে উপজেলার ৬টি ইউপিতে চেয়ারম্যান পদে ৩১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৫৬ জন এবং সাধারণ সদস্য পদে ১৮০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

জীবননগর উপজেলা নির্বাচন অফিসার মো. মেজর আহম্মেদ বলেন, ‘প্রার্র্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৮ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নিজ নিজ এলাকায় প্রচারণা শুরু করতে পারবেন।’