
দর্শনা অফিস:
দর্শনায় আধুনিক পদ্ধতিতে ছাগল পালন বিষয়ে অবহিতকরণ ও নির্বাচিত প্রতিবন্ধীদের মাঝে মৌচাক সামাজিক উন্ন্য়ন সংস্থার উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সংস্থার নির্বাহী কমিটির সভাপতি মো. তোক্কেল আলীর সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় দর্শন মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রোকসানা মিতা বলেন, ‘সরকার প্রতিবন্ধীদের ভাতাসহ বিভিন্ন ধরণের সুযোগ-সুবিধা দিয়ে আসছে। সেই সাথে বেসরকারি সংস্থার এ ধরণের উদ্যোগ প্রসংশনীয়।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাবেক সেনা সদস্য আব্দুর রফিক কাবি, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডল, এম এ ফয়সাল, মেমনগর বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাদের, দর্শনা ভূমি অফিস কর্মকর্তা রফিক উদ্দিন, উপজেলা অফিসের আব্দুল মালেক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আতিকুজ্জামান পান্না।