ইপেপার । আজ সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

দর্শনায় অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে এমপি টগর

সরকার উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ১২:৩৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪
  • / ৪৫ বার পড়া হয়েছে

সারাদেশে ‘বিএনপি, জামায়াত-শিবির’ কর্তৃক আগুন-সন্ত্রাস, নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশে দর্শনায় অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দর্শনা পৌর শহরের রেলবাজারে বঙ্গবন্ধু চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।
এসময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি, জামায়াত-শিবির দেশে নৈরাজ্যের সৃষ্টি করেছে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। বিএনপি-জামায়াত জোট সরকার দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করেছিল। তারা হাজার হাজার, কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে জনগণ আর ভোট দেবে না। তাই তারা আবারো নাশকতা-আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা পদ্মা সেতু ও মেট্রো রেল স্টেশনে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে মূল্যবান কাগজপত্র। বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান।’

এমপি টগর বলেন, ‘এ অঞ্চল থেকে জামায়াত-বিএনপির অনেক নেতা-কর্মী ঢাকায় গিয়ে আন্দোলনে শিক্ষার্থীদের সাথে যোগ দিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যে চালিয়েছে। আপনারা পুলিশের কাছে তাদের তথ্য দেন, আপনার তথ্য ও পরিচয় গোপন রাখবে পুলিশ।’
দর্শনা পৌর নাগরিক কমিটির আহ্বায়ক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফের সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠনে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, কেরুজ অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা শেখ মো. সাহাব উদ্দিন, দর্শনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান খান ও দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা।
এসময় আরও উপস্থিত ছিলেন দর্শনা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হবা জোয়ার্দ্দার, দর্শনা পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, দর্শনা পৌর যুবলীগ নেতা আসফিয়া আহমেদ মুন, সোলায়মান হক, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত আলম, কামরুল হাসান লোমান, অপু সরকার প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে এমপি টগর

সরকার উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে

আপলোড টাইম : ১২:৩৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

সারাদেশে ‘বিএনপি, জামায়াত-শিবির’ কর্তৃক আগুন-সন্ত্রাস, নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশে দর্শনায় অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দর্শনা পৌর শহরের রেলবাজারে বঙ্গবন্ধু চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।
এসময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বিএনপি, জামায়াত-শিবির দেশে নৈরাজ্যের সৃষ্টি করেছে। আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। বিএনপি-জামায়াত জোট সরকার দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করেছিল। তারা হাজার হাজার, কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাই বিএনপি-জামায়াতকে জনগণ আর ভোট দেবে না। তাই তারা আবারো নাশকতা-আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা পদ্মা সেতু ও মেট্রো রেল স্টেশনে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে মূল্যবান কাগজপত্র। বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান।’

এমপি টগর বলেন, ‘এ অঞ্চল থেকে জামায়াত-বিএনপির অনেক নেতা-কর্মী ঢাকায় গিয়ে আন্দোলনে শিক্ষার্থীদের সাথে যোগ দিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যে চালিয়েছে। আপনারা পুলিশের কাছে তাদের তথ্য দেন, আপনার তথ্য ও পরিচয় গোপন রাখবে পুলিশ।’
দর্শনা পৌর নাগরিক কমিটির আহ্বায়ক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফের সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠনে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, কেরুজ অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতা শেখ মো. সাহাব উদ্দিন, দর্শনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান খান ও দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা।
এসময় আরও উপস্থিত ছিলেন দর্শনা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হবা জোয়ার্দ্দার, দর্শনা পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, দর্শনা পৌর যুবলীগ নেতা আসফিয়া আহমেদ মুন, সোলায়মান হক, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত আলম, কামরুল হাসান লোমান, অপু সরকার প্রমুখ।