দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

1478955768

বিশ্ব ডেস্ক: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের পদত্যাগের দাবিতে হাজারো মানুষ সমবেত হয়েছে। প্রেসিডেন্ট প্রাসাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বেশিরভাগ পুলিশ নিয়োজিত করা হয়েছে। প্রতিবাদসভার আয়োজকরা শনিবার জানিয়েছেন, কমপক্ষে ১০ লক্ষ মানুষ সমবেত হয়েছেন। সিউলে পুলিশ নিয়োজিত করা হয়েছে আড়াই লক্ষরও বেশি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ তিনি তার বন্ধু চোই সুন সিলকে কোনো দাপ্তরিক অনুমোদন ছাড়া সরকারি কাগজপত্র দেখার সুযোগ করে দিয়েছেন। এই অপবাদকে ঘিরে বিগত কয়েকদিনে তার জনপ্রিয়তায় ধস নেমেছে। উদ্ভূত পরিস্থিতিতে পার্ক বলেন, তিনি মর্মপীড়ায় ভুগছেন। চোইয়ের বিরুদ্ধে অভিযোগ তিনি দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো থেকে চাদাবাজির চেষ্টার অভিযোগ আনা হয়েছে। প্রেসিডেন্ট পার্কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ব্যবহার করে তার পরিচালিত দাতব্য সংস্থার জন্য ফান্ড সংগ্রহ করার চেষ্টা করছিলেন তিনি। তার বিরুদ্ধে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।