থাইল্যান্ডে সাঁতারে বাংলাদেশের স্বর্ণ

থাইল্যান্ডে সাঁতারে বাংলাদেশের স্বর্ণ

খেলাধুলা প্রতিবেদন: এশিয়ান ওপেন একুইটিকস সাতার চ্যাম্পিয়নশিপ ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। সেই প্রতিযোগিতায় বাংলাদেশের সাঁতারু মো: তোফায়েল স্বর্ণপদক জেতেন। এশিয়ান ওপেন এই প্রতিযোগিতায় ১০ টি দেশের ৩৭ জন সাঁতারুকে পেছনে ফেলেন তোফায়েল। প্রতিভাবান সাতারু তোফায়েল বাংলাদেশ সাঁতার ফেডারেশনের তত্ত্বাবধানে ক্যাম্পে ছিলেন। ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে তিনি স্বর্ণ জেতেন। ২০০ মিটার ইভেন্টে জেতেন ব্রোঞ্জ। তোফায়েল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। বিকেএসপি শিক্ষার্থীরা এশিয়ান ওপেন সাঁতারে অংশ নেয়। সাঁতারের এই দলের প্রশিক্ষক হিসেবে ছিলেন বিকএেসপির সাঁতার বিভাগের ইনচার্জ মনিরুজ্জামান।