তেতুলতলায় রাস্তায় গাছ ফেলে গনডাকাতি পুলিশের না

4676

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ যশোর সড়কের তেতুলতলা নামকস্থানে সোমবার ভোরে একাধিক পরিবহনে গনডাকাতি হয়েছে। ডাকাতরা রাস্তায় গাছ ফেলে এই ডাকাতি করে। এ সময় ডাকাতদের দায়ের কোপে এক ট্রাক ড্রাইভার আহত হন। ডাকাতদের কবল থেকে পালাতে গিয়ে একটি ট্রাক খাদে উল্টে যায়। স্থানীয়রা জানান, সোমবার ভোর রাতে রাস্তায় গাছ ফেলে ডাকাতি করে। তাদের ভাষ্যমতে ৮/১০টি গাড়িতে ডাকাতি হয়েছে। তবে ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, ডাকাতি হয়নি, ডাকাতির চেষ্টা হয়েছিলো। ওসি আরো জানান, ডাকাতদলের প্রস্তুতি দেখে পালাতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়।