তুরস্কে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৫১

সমীকরণ ডেস্ক: মুহূর্তেই আনন্দ উৎসব পরিণত হলো শোকে। বিয়ের আসরে আত্মঘাতী বোমা হামলায় তখন চারদিকে শুধু লাশ আর লাশ। রক্তে সয়লাব পুরো উৎসবস্থল। এখানে ওখানে পড়ে আছেন আহতরা। ছিটকে পড়ে আছে নিহতদের বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ। তার মাঝে বাঁচার আকুতি নিয়ে আর্তনাদ  করছেন আহতরা। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে সিরীয় সীমান্তের কাছে তুরস্কের শহর গাজিয়ানটেপে। তুরস্কে একে তো ১৫ই জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের পর মানুষজনের মধ্যে এক রকম চাপা আর্তনাদ, অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে আটক প্রিয়জনের জন্য নির্বাক হয়ে গেছেন অনেক স্বজন, তার মধ্যে এমন হামলায় তুরস্ক জুড়ে ছড়িয়ে পড়েছে এক শোকের আবহ। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জানিয়েছেন, এই আত্মঘাতী হামলাটি চালিয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সী এক শিশু। আর হামলার পেছনে ছিল জঙ্গি সংগঠন আইএস। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও বিবিসি। গাজিয়ানটেপের গভর্নর আলী ইয়েরলিকায়া এক বিবৃতিতে এই হামলার কথা নিশ্চিত করেছেন। হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা কমপক্ষে ৬৯। এর মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। তিনি এ হামলার নিন্দা জানিয়েছেন।