তিন হাজারের অধিক চারা রোপন করলো জেলা পুলিশ
- আপলোড টাইম : ১০:৪৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮
- / ৪৭১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমান’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন
নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষার্থে “গাছ লাগান পরিবেশ বাঁচান” শ্লোগানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়েছে। গত বুধবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ লাইনস চত্বরে পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম) এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ (সদর সার্কেল), সহকারী পুলিশ সুপার শরিফুল হক (প্রবি.), সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক, আর.ও আবু তৈয়বসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত প্রত্যেক থানা, তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ি চত্বরের ভিতরে ও বাইরে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ভেষজ গাছ লাগানো হয়েছে। এপর্যন্ত পুরো জেলায় পুলিশ সুপার মাহবুবুর রহমান (পিপিএম) স্যারের নিদের্েেশ তিন হাজারের অধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে বলে তিনি জানান।
দর্শনা প্রতিনিধি জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দর্শনার পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনর্চাজ এসআই ইউনুচ আলীর নেতৃত্বে তদন্ত কেন্দ্রের অভ্যন্তরে শতাধিক বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ভেষজ গাছ লাগানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এএসআই লাবলু, এএসআই গোলাম রহমান, সিনিয়র কনস্টেবল আশরাফ হোসেন, শাহিন, শামিম, কামাল উদ্দিন, সাইদসহ তদন্ত কেন্দ্রের সকল পুলিশ সদস্য।