বিশ্ব প্রতিবেদন:
ভয়াবহ অগ্নিকাণ্ডে ইরাকের রাজধানী বাগদাদের ইবনে আল-খাতিব হাসপাতালে ৮২ জন মৃত্যুর ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোস্তাফা আল কাজেমি। খবর আল-জাজিরার। তিনি বলেছেন, হাসপাতালে বিস্ফোরণের এই ঘটনা গোটা দেশের নিরাপত্তা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি দ্রুততার সঙ্গে ঘটনার তদন্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এদিকে, এরই মধ্যে ইবনে আল-খাতিব হাসপাতালের পরিচালক, প্রকৌশল ও রক্ষণাবেক্ষণ শাখার পরিচালককে বরখাস্ত করা হয়েছে। আহত শতাধিকের মধ্যে অনেকে গুরুতর দগ্ধ হওয়াতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের কারণে। হাসপাতালে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া ফলস সিলিংয়ে দাহ্য বস্তুর মাধ্যমে তা ছড়িয়েছে।
