তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা।

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন খোকন, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, সাবেক কৃষিবিষয়ক সম্পাদক মহি উদ্দিন, সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলাম, গড়াইটুুপি ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজুর রহমান, সাইদ খোকন, আব্দুল হক লিটুু, আওয়ামী লীগ নেতা খালেক, সাজ্জাদুল হক ঝন্টু, সাগর হোসেন, আবুল কালাম, আতিয়ার রহমান, জামির হোসেন, আকিব, সাদেক আলী। অনুষ্টানটির সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকির হোসেন।