
প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ বাগানপাড়া জামে মসজিদের নতুন কমিটি গঠন করেছে মহল্লাবাসী। গত ২০ ফেব্রুয়ারি লিখিত কমিটি গঠন করা হলেও গতকাল জুম্মা নামাজ শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সিদ্ধান্তে ২৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমটিতে মাসুদ রানাকে সভাপতি, ডালিম হোসেনকে সাধারণ সম্পাদক ও আমির হোসেন জোয়ার্দারকে হিসাররক্ষক পদে নির্বাচিত করা হয়েছে।
জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি স্থানীয় একটি পক্ষ মসজিদ কমিটি গঠন করলে মসজিদের সাধারণ মুসল্লিরা সে কমিটির বিপক্ষে গণস্বাক্ষর করে। এসময় স্থানীয়দের মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে স্থানীয়রা জানান, এর আগে ইউপি চেয়ারম্যান তার নিজস্ব লোকজন নিয়ে একটি কমিটি গঠন করে। যা কেউ মেনে নেয়নি। যে কারণে উক্ত কমিটির বিরুদ্ধে ও স্থানীয় নতুন কমিটি গঠনের দাবিতে গণস্বাক্ষর করে। যার পরিপ্রেক্ষিতে একটি নতুন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এবিষয়ে তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর আলী বলেন, ‘মসজিদটি নিয়ে রাজনৈতিকভাবে দলাদলি চলছে। এর একপর্যায়ে আমি স্থানীয়সহ ওয়ার্ড মেম্বারসহ সুধীজনদের নিয়ে একটি কমিটি করেছিলাম। যা একটি চক্র মেনে নিতে পারেনি।’