তিতুদহ তেঘরীতে পিতার পিটুনীতে পুত্র হাসপাতালে

তিতুদহ প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের তেঘরীর পুকুর পাড়ায় পিতা হাসেম উদ্দিনের হাতে মার খেয়ে  হাসপাতালে ভর্তি হয়েছে পূত্র আতিয়ার রহমান নামের এক যুবলীগ নেতা। এলাকাসূত্রে জানাগেছে, সদর উপজেলার তিতুদহ তেঘরী পুকুর পাড়ার পিতা হাসেমের সাথে পূত্র আতিয়ারের  পারিবারিক কলহল চলছিল।এরই সূত্রধরে গতকাল দুপুরে আতিয়ারের বড় ভাই মতিয়ার বাড়ীতে আসলে কলহলের মাত্রাটা বেড়ে যায় ।এরই এক পর্যায়ে বড় ভাই এবং তার পিতা ক্ষিপ্ত হয়ে শাবল দিয়ে আতিয়ারের সমস্ত শরীরে আঘাত করে এবং পরে তার স্ত্রীকে মারধর শুরু করলে একপর্যায়ে তার হাত ভেঙে যায়।পরে দু-জনকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে রোগীর অবস্থা গুরুতর বলে মনে করেন  স্থানীয় ডাক্তার।  পরে স্থানীয়রা দ্রুত  আতিয়ার এবং তার স্ত্রীকে  চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে ।