চুয়াডাঙ্গা সোমবার , ৫ জুলাই ২০২১

তিতুদহে লকডাউন অমান্য করায় ৬ জনকে জরিমানা

সমীকরণ প্রতিবেদন
জুলাই ৫, ২০২১ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতিবেদক, তিতুদহ:
চুয়াডাঙ্গার তিতুদহে লকডাউন অমান্য করে ঘোরাফেরা করায় ৬ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ক্যাম্প পুলিশ লকডাউন অমান্য করে ঘোরাফেরা করায় ৬ জনকে আটক করে। পরে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১ হাজার করে ৬ জনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন ছানোয়ার হোসেনের ছেলে সেলিম, গণেশ সাহার ছেলে শ্যামল সাহা, আব্দুর রহমানের ছেলে খেজবারি, লাল্টুর ছেলে মশিয়ার, টুনুর ছেলে আবদার, আরশাদের ছেলে জহুরুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।