
প্রতিবেদক, হিজলগাড়ী:
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বলদিয়ায় সরকারি জমিতে নির্মিত আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর বুঝে পেল ১৩ ভূমি ও গৃহহীন পরিবার। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘরগুলো বুঝিয়ে দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজাহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার প্রশাসনিক কর্মকতা আইনাল হক, তিতুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার আকছেদ আলী, ইউপি সদস্য কাছেদ আলী প্রমুখ।