তিতুদহের গোবরগাড়ায় স্কুলছাত্রীর ধর্ষণ চেষ্টা ঘটনা
- আপলোড টাইম : ১০:৪২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অগাস্ট ২০১৮
- / ৪০১ বার পড়া হয়েছে
অভিযুক্ত তোতা মাষ্টার ধরাছোয়ার বাইরে!
তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত আড়ীয়ার চকপাড়ার ইউসূফ আলী ইচুর ছেলে আবু তাহের ওরফে তোতা মাষ্টার ধরা ছোয়ার বাইরে রয়েছে। গত দু’সপ্তাহ আগে অভিযুক্ত তোতা মাষ্টার ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করে ব্যর্থ হয়ে এলাকাবসীর ভয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর
গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা তোতা মাষ্টারের শাস্তিমূলক বিচারের দাবিতে মানববন্ধন করে।
অনেকে জানান, আবু তাহের ওরফে তোতা মাষ্টার গোপনে অনেকের সাথে যোগাযোগ করে টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও জানা গেছে। এছাড়া পুলিশ কেন তাকে আটক করতে পারছে না সে বিষয়ে অনেকের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এ বিষয়ে তিতুদহ ইউপি চেয়ারম্যান আকতার হোসেন জানান, আমি ঐ বিষয়ে মিমাংশার জন্য দু-পক্ষকেই বসতে বলে ছিলাম। কিন্তুু তোতার পক্ষ থেকে বিষয়টি মেনে নিলেও স্কুলছাত্রীর পরিবার এমনকি গোবরগাড়া গ্রামবাসী তোতার অনুপস্থিতিতে সালিশে বসতে রাজি হয়নি।
এদিকে, গোপনে অনেকে জানান, স্থানীয় কিছু নেতা নগদ অর্থ হাতিয়ে নিচ্ছে তোতার কাছ থেকে বিষয়টি মিমাংসার কথা বলে। এলাকাবাসী দ্রুত বিষয়টি মিমাংসার জন্য উভয়পক্ষকে অনুরোধ জানিয়েছে।