তালাক দিতে চাওয়ায় গলা কাটলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় তালাক দেওয়ার কথা বলায় স্ত্রীর ওপর অভিমার করে ব্লেড দিয়ে নিজের গলা কেটেছেন আশরাফুল হক (৩৫) নামের এক যুবক। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর গ্রামের মানিকপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জখম আশরাফুল হক মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামের পশ্চিমপাড়া রজব আলীর ছেলে ও তার স্ত্রী মালা খাতুন দামুড়হুদার কুতুবপুর গ্রামের মানিকপাড়ার আব্দুল মান্নানের মেয়ে।

আশরাফুল হক স্ত্রী মালা খাতুন বলেন, ‘কিছুদিন পূর্বে সাংসারিক অশান্তির কারণে আশরাফুলের সঙ্গে সংসার করবো না বলে বাপের বাড়ি চলে আসি। কয়েখদিন পূর্বে মোবাইলে আশরাফুলকে তালাকের কথা জানিয়ে দিই এবং কাগজ পাঠিয়ে দেবো বলি। এরই মধ্যে আজ (গতকাল) সকালের দিকে হঠাৎ আশরাফুল আমাদের বাসায় চলে আসে। এসেই কাউকে কিছু না বলে একটি ব্লেড দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। এসময় আমার পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবাইদা জামান জয়া বলেন, ‘তিনি শঙ্কামুক্ত কিনা এখনি বলা সম্ভব নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা তাকে হাসপাতালের সার্জারি বিভাগে পর্যবেক্ষণে রেখেছি।’

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘স্ত্রীর উপর অভিমান করে আশরাফুল নামের এক যুবক নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে সংবাদ পেয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’