– এম এ মামুন
দেশের টাকা লুটতে চাও?
নতুন করে প্রকল্প দাও,
সবাই মিলে দলেবলে
ইচ্ছে মতো মাল কামাও।
প্রকল্প দাও খাল খননের
আরও ডোবা নালা,
চারদিকে খনন করো
আর করোনা হেলা।
ই-পোস্টে নয়ছয় করে
ঘুরছে দাপট দিয়ে,
দেশের সম্পদ লুটছে যারা
তারাও দলের হিয়ে।
খবর: (পোস্ট-ই সেন্টার প্রকল্পের ৫৪১ কোটি টাকার নয়ছয়)