– এম এ মামুন
চায়ের সাথে ফাণ্টু বেচে
আয় বাড়াতে গিয়ে,
বিজন বাবুর আসল রুপ
যেমন পোকা ঘিয়ে।
লাল চা নাকি ফাণ্টু ঘোটা
তাই যুবকের আড্ডা,
এখন বিজন শ্রীঘরে
খাচ্ছে ভালোই ডান্ডা।
খোঁজ কর সব শহরজুড়ে
চায়ের সকল স্টলে,
বেচ্চে কারা ফাণ্টুসহ
তাই নষ্ট সব ছেলে।
খবর: (চুয়াডাঙ্গায় চা-দোকানি ফেনসিডিলসহ আটক)