খেলাধুলা প্রতিবেদন:
টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের প্রথম দিনে পোর্ট এলিজাবেথে স্বাগতিক সাউথ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ২৭৮। এ পর্যন্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, বাকি দুটি পেয়েছেন খালেদ হোসেন। সারিল ইরউইকে ফিরিয়ে প্রোটিয়া শিবিরে প্রথম ভাঙন ধরান পেসার খালেদ হোসেন। তবে তারপর সাফল্য পেতে রীতিমতো মুমিনুল বাহিনীর ঘাম ঝরেছে। তবে ভয়ংকর হয়ে ওঠা ডিন এলগারকে ৭০ রানে ফিরিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান তাইজুল। কিগান পিটারসনকেও ৬৪ রানে ফিরিয়েছেন সব সময় পাদপ্রদীপের আলোর আড়ালে থাকা এই বোলার। নিজের তৃতীয় শিকার হিসেবে রায়ান রিকেলটনকেও ফিরেয়েছেন তাইজুল। অন্যদিকে টেম্বা বাভুমাকে ফিরিয়ে নিজের দ্বিতীয় শিকার সেরে নিয়েছে খালেদও। সবমিলিয়ে খালেদ-তাইজুল নৈপুণ্য দিন শেষে বাংলাদেশকে কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতায় রেখেছে।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।