সমীকরণ প্রতিবেদক:
বাংলাদেশের তরুণ প্রজন্মের একটি পরিচিত নাম সাইফুর রহমান। যখন কোনও রিমিক্স গান মনে আসে, তখন তাঁর নামটি প্রথমে আসে। সাইফুর রহমান ১৯৯১ সালের ১ ফেব্রুয়ারি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা বিজিবিতে কর্মরত আছেন। ২০১৭ সাল থেকে আজ অবধি তাঁর নামটি বাংলাদেশের শীর্ষস্থানীয় তরুণ সংগীতশিল্পীদের তালিকায় রয়েছে। যদিও সংগীত জগৎটি সরা-সরি ডিজে বাজানো দিয়ে শুরু হয়েছিল সাইফুর রহমানের, তবে তিনি কেবল লাইভ ডিজেগুলিতে থেমে থাকেননি। ধীরে ধীরে তিনি আসল সংগীত তৈরি শুরু করলেন। একটি কম্পিউটার এবং কয়েকটি যন্ত্র দিয়ে শুরু করে এখন তাঁর নিজের একটি হোম স্টুডিও রয়েছে। সেখান থেকেই তিনি প্রতি মাসে ২ থেকে ৩ টি গান প্রকাশ করেন। আসল গানের পাশাপাশি রিমিক্স গানও রয়েছে তাঁর। এর মধ্যে “Blind mouse”, “Mayaboti Kadche Keno”, “Prem Niye Kriponota Koro Na”, “Depression Kill Me Everyday”, Could Not Sleep Last Night”-সহ বেশ কয়েকটি হিট গান নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়াও সাইফুর রহমান রচিত ৫০ টিরও বেশি রিমিক্স গান বাংলাদেশের সর্বোচ্চ পার্টিতে বাজানো হয়েছিল। সংগীত জীবনের ৪ বছরে তিনি বাংলাদেশের বিখ্যাত সংগীতশিল্পী ডিজে রাহাত, পারভেজ সাজ্জাদ, নিশান জামানসহ আরও অনেকের সঙ্গে কাজ করেছেন। তিনি মনে করেন বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে সাফল্যের সাথে সংগীত তৈরি করা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং কঠিন। সাইফুর রহমান নবীন সংগীতশিল্পীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যারা গানকে পেশা হিসাবে নিতে চান, তারা ঠিক আছেন, তবে গানের পাশাপাশি কিছু করুন। সম্ভবত সংগীত এবং ভবিষ্যত উভয়ই উজ্জ্বল হবে।’
বৈশিক মহামারি করোনাভাইরাসে সংগীতশিল্পীদের ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অত্যন্ত বিচলিত। গত দুই বছরে বাংলাদেশের সংগীত শিল্প পিছিয়ে পড়েছে। অনেকে এই সংগীত পেশা ছেড়ে অন্য পেশায় চলে গিয়েছেন। তারপরেও যারা এই পেশায় রয়েছেন তাঁরা সংগীত পছন্দ করেন। সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন- দেশ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে আমাদের শিল্পীদের ওপর গুরুত্ব সহকারে নজর দিন। অন্যথায় আমাদের সংগীত চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।’