দর্শনা অফিস: ঢাকা সাভারে সংসারের কলহের জেরধরে পাষন্ড স্বামীর কাঠের বাটামের আঘাতে দর্শনা বড় দুধপাতিলার শহিদুল ইসলামের মেয়ে ফাতেমা বেগম নিহত হয়েছেন। ফাতেমা বেগম এর বাবা জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে সাভারের নবীনগর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম ও তার স্বামী সাভারে একটি র্গামেন্টস ফ্যাক্টারীতে চাকুরী করতেন বলে জানা গেছে। ফাতেমার বাবা শহিদুল ইসলাম জানান, প্রায় ১০ বছর আগে ঢাকা সভারের নবীনগর এলাকায় একটি গার্মেন্টসে কাজ করার সময় ফাতেমা বেগম প্রেমজ সম্পর্কর মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চকসাধী গ্রামের বাসিন্দা সবুজের সাথে বিয়ে করে। বিয়ের পর থেকে তারা সাভারের নবীনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল। তাদের কোলজুড়ে আসে দুটি সন্তান। তাদের দাম্পত্য জীবন ভালভাবেই চলছিল। তবে বছর খানেক ধরে তাদের মধ্যে সাংসারিক কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাত ১টার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী সবুজ ক্ষিপ্ত হয়ে কাঠের বাটাম দিয়ে স্ত্রী ফাতেমার মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনার পর থেকে স্বামী সবুজ পালাতক রয়েছে। গতকাল রাতে ফাতেরমার লাশ নিজ গ্রামে পৌছালে এলাকায় নেমে আসের শোকের ছায়া। আজ ফাতেমার লাশের জানাজা শেষে স্থানীয় কবরস্থান দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে কোন মামলা হয়েছে কিনা তা জানা জানা যায়নি।