সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকা পৌঁছেছেন। তিনি দেশটির সাবেক হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন। দোরাইস্বামী ব্রিটেনে ভারতের হাহকমিশনারের দায়িত্ব নিতে যাচ্ছেন। ঢাকায় আসার আগে ভার্মা ভিয়েতনামে ভারতের হাইকমিশনার ছিলেন। এর আগে তিনি ভারতের পররাষ্ট্র দফতরের (এমইএ) পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি পরমাণু শক্তি বিভাগের মহাপরিচালক (বৈদেশিক সম্পর্ক) হিসাবে ভারতের পরমাণু কূটনীতি দেখভাল করেছেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার পর প্রণয় কুমার ভার্মা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হাতে নেবেন ।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।