ইপেপার । আজ শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

ঢাকায় ডুসাকের নবীনবরণ, পরিচিতি সভা ও ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত

ভবিষ্যতে চুয়াডাঙ্গার হাল ধরতে নিজেদের প্রস্তুত করতে হবে: সাহিদুজ্জামান টরিক

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৮:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • / ৬৭ বার পড়া হয়েছে

জমকালো আয়োজনের মধ্যদিয়ে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার (ডুসাক) নবীনবরণ, পরিচিতি সভা ও ক্যারিয়ার আড্ডা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল পাঁচটায় রাজধানী ঢাকার এলিফ্যান্ট রোডের স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ডুসাকের পৃষ্ঠপোষক সাহিদুজ্জামান টরিক।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডুসাকের অন্যতম পৃষ্ঠপোষক দিলীপ কুমার আগারওয়ালা। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম ও পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং ডুসাকের পৃষ্ঠপোষক মো. জাফর হোসেন।

ডুসাকের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা ইকবাল হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত নবীনবরণ, পরিচিতি সভা ও ক্যারিয়ার আড্ডায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জীবনমুখী ও দিকনির্দেশনা প্রদান করে বক্তব্য দেন প্রধান অতিথি সাহিদুজ্জামান টরিক। বিশ্ববিদ্যালয় জীবনে নিজের স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, ‘আমি সবসময় চুয়াডাঙ্গার মাটি ও মানুষের প্রতি নাড়ীর টান অনুভব করি এবং আমার জায়গা থেকে সবসময় তোমাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করি। তিনি র্আও বলেন, তোমাদেরই ভবিষ্যতে চুয়াডাঙ্গার হাল ধরতে হবে। এজন্য নিজেদের সেভাবেই প্রস্তুত করতে হবে। তোমরা সবার সাথে কানেক্টিভিটি রাখবা। বর্তমান পৃথিবীতে কানেক্টিভিটি সব থেকে বড় যোগ্যতা ও ক্ষমতা।’

এসময় উপস্থিত প্রায় ৩০০ শিক্ষার্থী করতালির মাধ্যমে প্রধান অতিথিকে স্বাগত জানান। অনুষ্ঠানের প্রধান বক্তা দিলীপ কুমার আগারওয়ালা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের একঝাঁক মেধাবী শিক্ষার্থী। চুয়াডাঙ্গাকে ‘স্মার্ট চুয়াডাঙ্গা’ গড়ার ক্ষেত্রে তোমরা অগ্রণী ভূমিকা পালন করবে। আমি, দিলীপ তোমাদের নিয়েই স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে চাই।’ এসময় তিনি সবসময় চুয়াডাঙ্গার যেকোনো ভালো কাজের সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল কুদ্দুস শিপন, এনসিসি ব্যাংকের সিনিয়র এসি. প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান, পিএসসির পরিচালক আনিসুর রহমান, কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ সুপার ও ডুসাকের উপদেষ্টা মির্জা সায়েম মাহমুদ বিপুল, ব্যাংক কর্মকর্তা মাসুদ উর রহমান, ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ডুসাকের উপদেষ্টা মহসিন কবীর, বসুন্ধরা গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান শিবলি হুসাইন আহমেদ, এমআর লজিস্টিকস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডুসাকের উপদেষ্টা এখলাছ উদ্দিন সুজন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও ডুসাকের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, পরিসংখ্যান কর্মকর্তা ও ডুসাকের উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন তাজ, রিয়া টেক্সটাইলের স্বত্বাধিকারী খন্দকার রিজন আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে ডুসাকের সাবেক সাধারণ সম্পাদক এম.এ সালাম, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। ডুসাকের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি সাহিদুজ্জামান টরিককে সম্মাননা স্মারক তুলে দেন ডুসাকের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা ইকবাল হৃদয়। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রেহনুমা বিনতে মালিক প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেছেন। ডুসাকের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান পরবর্তী নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঢাকায় ডুসাকের নবীনবরণ, পরিচিতি সভা ও ক্যারিয়ার আড্ডা অনুষ্ঠিত

ভবিষ্যতে চুয়াডাঙ্গার হাল ধরতে নিজেদের প্রস্তুত করতে হবে: সাহিদুজ্জামান টরিক

আপলোড টাইম : ০৮:২৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪

জমকালো আয়োজনের মধ্যদিয়ে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার (ডুসাক) নবীনবরণ, পরিচিতি সভা ও ক্যারিয়ার আড্ডা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল পাঁচটায় রাজধানী ঢাকার এলিফ্যান্ট রোডের স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ডুসাকের পৃষ্ঠপোষক সাহিদুজ্জামান টরিক।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডুসাকের অন্যতম পৃষ্ঠপোষক দিলীপ কুমার আগারওয়ালা। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম ও পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং ডুসাকের পৃষ্ঠপোষক মো. জাফর হোসেন।

ডুসাকের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তফা ইকবাল হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত নবীনবরণ, পরিচিতি সভা ও ক্যারিয়ার আড্ডায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জীবনমুখী ও দিকনির্দেশনা প্রদান করে বক্তব্য দেন প্রধান অতিথি সাহিদুজ্জামান টরিক। বিশ্ববিদ্যালয় জীবনে নিজের স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, ‘আমি সবসময় চুয়াডাঙ্গার মাটি ও মানুষের প্রতি নাড়ীর টান অনুভব করি এবং আমার জায়গা থেকে সবসময় তোমাদের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করি। তিনি র্আও বলেন, তোমাদেরই ভবিষ্যতে চুয়াডাঙ্গার হাল ধরতে হবে। এজন্য নিজেদের সেভাবেই প্রস্তুত করতে হবে। তোমরা সবার সাথে কানেক্টিভিটি রাখবা। বর্তমান পৃথিবীতে কানেক্টিভিটি সব থেকে বড় যোগ্যতা ও ক্ষমতা।’

এসময় উপস্থিত প্রায় ৩০০ শিক্ষার্থী করতালির মাধ্যমে প্রধান অতিথিকে স্বাগত জানান। অনুষ্ঠানের প্রধান বক্তা দিলীপ কুমার আগারওয়ালা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের একঝাঁক মেধাবী শিক্ষার্থী। চুয়াডাঙ্গাকে ‘স্মার্ট চুয়াডাঙ্গা’ গড়ার ক্ষেত্রে তোমরা অগ্রণী ভূমিকা পালন করবে। আমি, দিলীপ তোমাদের নিয়েই স্মার্ট চুয়াডাঙ্গা গড়তে চাই।’ এসময় তিনি সবসময় চুয়াডাঙ্গার যেকোনো ভালো কাজের সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল কুদ্দুস শিপন, এনসিসি ব্যাংকের সিনিয়র এসি. প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান, পিএসসির পরিচালক আনিসুর রহমান, কাউন্টার টেররিজম ইউনিটের পুলিশ সুপার ও ডুসাকের উপদেষ্টা মির্জা সায়েম মাহমুদ বিপুল, ব্যাংক কর্মকর্তা মাসুদ উর রহমান, ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ডুসাকের উপদেষ্টা মহসিন কবীর, বসুন্ধরা গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান শিবলি হুসাইন আহমেদ, এমআর লজিস্টিকস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডুসাকের উপদেষ্টা এখলাছ উদ্দিন সুজন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও ডুসাকের উপদেষ্টা জাহাঙ্গীর আলম, পরিসংখ্যান কর্মকর্তা ও ডুসাকের উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন তাজ, রিয়া টেক্সটাইলের স্বত্বাধিকারী খন্দকার রিজন আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে ডুসাকের সাবেক সাধারণ সম্পাদক এম.এ সালাম, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। ডুসাকের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি সাহিদুজ্জামান টরিককে সম্মাননা স্মারক তুলে দেন ডুসাকের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা ইকবাল হৃদয়। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রেহনুমা বিনতে মালিক প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেছেন। ডুসাকের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান পরবর্তী নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।