চুয়াডাঙ্গা সোমবার , ২২ মে ২০২৩

ঢাকায় আসছেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ

নিউজ রুমঃ
মে ২২, ২০২৩ ৯:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

সমীকরণ প্রতিবেদন:
গেল বছরের ডিসেম্বর মাসে কাতারে ৩৬ বছরের ট্রফির খরা কাটিয়ে বিশ্বকাপ ট্রফি জিতেছিল ল্যাতিনের দেশ আর্জেন্টিনা। আর সেই জয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন লিওনেল মেসি। তবে তারপর যদি এই ট্রফি জিততে বড় অবদান কেউ রাখে, তিনি হচ্ছেন আর্জেন্টাইন গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে গোলপোস্টে দাঁড়িয়ে রুখে দিয়েছেন তিনি প্রতিপক্ষের বল জালে জড়ানোর বিভিন্ন চেষ্টা। নেদারল্যান্ডস এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে তো প্রতিপক্ষের মুখ থেকে দুই হাত দিয়ে জয় কেড়ে নিয়ে এসেছেন এই গোলরক্ষক। আর গোটা বিশ্বকাপে মেসিদের সমর্থন দিতে বাংলাদেশ যেন হয়ে উঠেছিল এক টুকরো আর্জেন্টিনা, যা কিনা কাতারে বসেই শুনেছিলেন কিংবা ভিডিও দেখেছিলেন মেসিরা। বিশ্বকাপে বাংলাদেশের ভক্তদের এমন সমর্থনের প্রতিদান দিতেই এবার ঢাকায় এক দিনের সফরে আসছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজ।
শোনা যাচ্ছিল, আগামী মাসের প্রথম সপ্তাহে তিনি কলকাতা সফরে আসবেন। তাকে কলকাতায় নিয়ে আসছেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তবে এবার মার্টিনেজের কলকাতা ভ্রমণের সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা সফরও। তিনি কলকাতায় যাওয়ার আগে এক দিনের সফরে আসবেন ঢাকায়। বিষয়টি নিশ্চিত করে শতদ্রু দত্ত নিজের ফেসবুক আইডতে লিখেছেন, ‘বাংলাদেশের জন্য এমি মার্টিনেজের আলাদা একটা টান রয়েছে। যেহেতু সেখানে অসংখ্য আর্জেন্টাইন ভক্ত-সমর্থক রয়েছে। সুতরাং আমি মার্টিনেজের জন্য একটা দিন ঢাকায় কাটানোর পরিকল্পনা করছি। বাংলাদেশ… তুমি প্রস্তুত তো?’
পরে মার্টিনেজের ঢাকা সফর নিয়ে শতদ্রু দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় বিস্তারিত। বিশ্ব চ্যাম্পিয়নের ঢাকা সফর নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে আর্জেন্টিনা ও তার অগণিত ভক্ত রয়েছে তা মার্টিনেজ জানেন। আর কলকাতা থেকে ঢাকা কাছাকাছি হওয়ায় তিনি এখানে যেতেও আমার কাছে আগ্রহ প্রকাশ করেন। তাই আমিও তার ইচ্ছেমতো এই সফরের ব্যবস্থা করছি। কলকাতায় আসার আগে ৩ জুলাই তিনি ঢাকায় যাবেন। সেদিন সেখানে থাকতে পারেন অথবা রাতে কলকাতায় নিয়ে আসা হতে পারে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। পুরোপুরি পরিকল্পনা সম্পূর্ণ হয়নি এখনো।’
বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্যদের আনা বেশ ব্যয়বহুল। এছাড়া এর সঙ্গে বাণিজ্য, ব্যাবসায়িক চুক্তিসহ নানা আইনও জড়িত। এ নিয়েও কাজ করছেন শতদ্রু দত্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ইতিমধ্যে মার্টিনেজের সফরের বিষয়ে বাংলাদেশের কয়েকটি কোম্পানির সঙ্গে আলোচনা করেছি। আমিও বাংলাদেশে আসব শিগিগরই। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে অফিশিয়াল ষোষণা আসবে। বলা যায়, মার্টিনেজের বাংলাদেশে যাওয়া ৯৫ ভাগ নিশ্চিত।’ মার্টিনেজ তার এই সফরে প্রথমে ঢাকায় এসে এখানে এক দিন থেকে আবার কলকাতায় যাবেন। সেখানে গিয়ে ৪ জুলাই সন্ধ্যায় যাবেন মোহনবাগান ক্লাবে। এরপর মার্টিনেজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি ভারতের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করারও কথা রয়েছে তার।
এর আগে ২০১১ সালে ঢাকায় ঘুরে গেছেন লিওনেল মেসিরা। সে সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজিরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল। এরপর গত বছর কাতার বিশ্বকাপ জয়ের কয়েক মাস পর আবার গুঞ্জন উঠেছিল জুনের ফিফা উইন্ডোতে বাংলাদেশ সফরে আসছেন বিশ্ব চ্যাম্পিনরা। এখানে এসে তারা আবার প্রীতি ম্যাচ খেলবেন। কিন্তু মাঠের সংকটের কারণে মেসিদের আর এবার বাংলাদেশে আসা হয়নি। তবে মেসিরা না এলেও আসছেন তাদেরই সতীর্থ মার্টিনেজ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।