মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের হাইওয়ে থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস পরিবহনের পিছনের বক্সে বিশেষ কায়দায় রাখা চটের বস্তার ভেতর পেটি করা অবস্থায় ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মেহেরপুর সদর থানা-পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর সদর থানার ওসি শাহ্ দারা খানের নির্দেশক্রমে এই অভিযান পরিচালনা করেন এসআই ইকবাল। মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান বলেন, ‘আমাদের কাছে সংবাদ আসে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ মোড় থেকে ঢাকাগামী নৈশকোচ রয়েল এক্সপ্রেস পরিবহনে করে ফেনসিডিল ঢাকায় যাচ্ছে। এরই সূত্রধরে আমরা বন্দর গ্রামের হাইওয়েতে চেকপোস্ট বসিয়ে গাড়িটি আটকায় এবং ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করি।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।