নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ড. এআর মালিক ইংলিশ স্কুল এন্ড কলেজের টিচার-প্যারেন্টস মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে স্কুল ক্যাম্পাসে অভিভাবকদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে শ্রেণিকক্ষগুলোতে প্রজেক্টরের মাধ্যমে চলছিল পুরোদমে ক্লাস। সভায় অভিভাবকদের সাথে দীর্ঘ সময় স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করা হয়। বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত থেকে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। স্কুলের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। এ সময় অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল হাফিজুর রহমান কাজল। প্রধান আলোচক হিসাবে প্রতিষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সাবেক যুগ্ম সচিব অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. এমএ সবুর।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।