
ডুসাকের কার্যনির্বাহী কমিটির সভায় শিক্ষা বৃত্তির ঘোষণা ।
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গার(ডুসাক) কার্যনির্বাহী কমিটির সভা ২৪ আগষ্ট বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ক্যাফেটেরিয়াতে অনুষ্ঠিত হয়।
ডুসাক সভাপতি মোঃ নাঈমুল হক রিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন মিজি পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি পলাশ খন্দকার , সাইফুর রহমান সোহেল,যুগ্ম-সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ , অর্থ সম্পাদক- মোঃ শাহিন মিয়া ,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন মহসীন , আবদুল্লাহ আল-মতিন, আন্তর্জাতিক সম্পাদক নাসরিন নাহার,রিমা আক্তার , সদস্য-হাসিব, শামীম, নয়ন , পলাশ , তাপস, রাজু , মুক্তা, তুলক , আশরাফুল , শফিকুল, সাজন, রাজু , জাহিদ ,নাজমুল, ইমতিয়াজ পিয়াশসহ প্রমুখ।
সভায় চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের বিভিন্ন অসুবিধার সমাধান ও উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ডুসাক শিক্ষা বৃত্তি -২০১৬ দেওয়ার সিধান্ত নেওয়া হয় । আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখের মধ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আর্থিকভাবে অসচ্ছল , মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে । সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করার সিধান্ত একই সাথে গৃহীত হয় । সভা থেকে ডুসাক থেকে সদ্য সুপারিশপাপ্ত বি, সি, এস ক্যাডারদের সংবর্ধনার সিদ্ধান্ত গৃহীত হয় । একই সাথে চুয়াডাঙ্গার বৃত্তবানদের কাছে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য সহযোগিতা চেয়ে জেলার ও জেলার শিক্ষার মান উন্নয়নে অবদান রাখার জন্য আবেদন জানানো হয় । উল্লেখ্য ,গতবছর প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেওয়া হয় ।