বিনোদন ডেস্ক: শুধু নাম শুনে দর্শক সিনেমা হলে ভিড় করে এমন তারকার সংখ্যা এখন খুবই কম। তেমনই একজন তারকার নাম মনোয়ার হোসেন ডিপজল। তার ছবি মানেই ছিল হাউসফুল। ছবি দেখার জন্য সিনেমা হলে লম্বা লাইন। তার ভক্তের শেষ নেই। সেই ভক্তদের জন্য সুখবর হচ্ছে জনপ্রিয় এই অভিনেতা ও প্রযোজক বিরতির পর আবারও অভিনয়ে ফিরছেন। তিনি সবশেষ জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবিতে অভিনয় করেন। তারপর নতুন কোনো ছবিতে কাজ করতে দেখা যায়নি তাকে। গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে অনেক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল যে নতুন কিছু ছবি নিয়ে তিনি আবারো ফিরবেন। অবশেষে তিনি আবারো কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। ডিপজল বলেন, ডিসেম্বরে ‘চাচ্চু ২’ ছবি দিয়ে কাজে ফেরার ইচ্ছে রয়েছে। ‘চাচ্চু’ ছবিটি মুক্তির পর সুপারহিট ব্যবসা করে। এবার ‘চাচ্চু ২’ ছবির কাজ শুরু করব। এ ছবিটি পরিচালনা করবেন এফ আই মানিক। বর্তমানে শুটিংয়ের প্রস্তুতি নেয়া হচ্ছে। আশা করি, দর্শকদের ভালো কিছু কাজ উপহার দিতে পারব। এ ছবিগুলোর গল্প মানুষকে ছুঁয়ে যাবে। এদিকে, জনপ্রিয় কাহিনীকার ছট্কু আহমেদ নতুন আরো কিছু ছবির জন্য গল্প লিখছেন। তিনি জানিয়েছেন, এরইমধ্যে বেশকিছু ছবির গল্প লেখার কাজ শেষ হয়েছে। আরও সংলাপসহ স্ক্রিপ্টের আরও কিছু কাজ বাকি রয়েছে। এসব শেষ হলেই ছবিগুলোর শুটিং শুরু হবে। এদিকে, এফ আই মানিকের পরিচালনায় কয়েক বছর আগে ডিপজল নির্মাণ করেছিলেন ‘চাচ্চু’। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন ‘চাচ্চু ২’। ‘চাচ্চু’র নির্মাতা এফ আই মানিকই ‘চাচ্চু ২’ পরিচালনা করতে যাচ্ছেন। উল্লেখ্য, চলচ্চিত্রে ডিপজলের আত্মপ্রকাশ ঘটেছিল নায়ক হিসেবে। প্রথম ছবি ‘টাকার পাহাড়’। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ ছবিতে তার নায়িকা ছিলেন মিষ্টি। এরপর তিনি আবিদ হাসান বাদল পরিচালিত ‘হাবিলদার’ ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন। তারপর দীর্ঘ বিরতি। নব্বইয়ের দশকের শেষের দিকে ডিপজল কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ ছবির মাধ্যমে ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করে রীতিমতো হইচই ফেলে দেন। তখন ডিপজল মানেই ছবি হিট। টানা কয়েক বছর ভিলেন হিসেবে দাপটের সঙ্গে অভিনয় করার পর আবার একটা বিরতি নেন তিনি। ২০০৪ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘দাদিমা’, ‘পিতার আসন’, ‘কাজের মানুষ’, ‘মায়ের চোখ’, ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘রিকশাওয়ালার ছেলে’ সিনেমাগুলোতে তিনি ইতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় এই অভিনেতা চলচ্চিত্র পরিবেশক ও প্রযোজক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। এরমধ্যে শুরু করেছিলেন ‘এদেশ তোমার আমার’, ‘স্বামী ভাগ্য’ ও ‘সৌভাগ্য’ নামে তিনটি নতুন ছবির কাজ। কিন্তু নানা কারণে তিনি অনেকটা অভিমান নিয়ে বড় পর্দা থেকে দূরে ছিলেন। তবে আবারও নতুন লুকে দেখা যাবে তাকে। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের মতে, ডিপজল ফিরলে দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রি আবারো ঘুরে দাঁড়াবে।