নিজস্ব প্রতিবেদক: ড্রীম আনলিমিটেড চুয়াডাঙ্গা এস.এস.সি ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীদের পারিবারিক মিলন মেলা বসবে ডিসি ইকোপার্কে। এ উপলক্ষে বিগত একমাস ধরে চলছে বন্ধুদের প্রস্তুতি। চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কের হাসুমা কটেজে অস্থায়ী কার্যালয় গড়ে তোলা হয়েছে। ড্রীম আনলিমিটেড এসএসসি ১৯৮৯ ব্যাচের প্রধান সমন্বয়ক শামীম রেজা বলেন, এসএসসি ১৯৮৯ ও এইচএসসি ১৯৯১ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা হয়েছে সংগঠনটি। নিজেদের মধ্যে বন্ধন সুদৃঢ করায় আমাদের লক্ষ্য। এ উপলক্ষে আগামী ২৯ ডিসেম্বর দামুড়হুদা ডিসি ইকোপার্কে করা হবে চড়–ই ভাতির আয়োজন। সংগঠনের প্রায় শতাধিক বন্ধু তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে দিনব্যাপী আড্ডায় মিলিত হবে। আড্ডার ফাঁকে ফাঁকে করা হবে পরিচয় পর্ব। বাচ্চাদের জন্য থাকবে নানান খেলাধুলা ও র্যাফেল ড্র। আগামীতে বিভিন্ন সামাজিক কর্মকান্ডসহ নানান কাজে সংগঠনের কর্মিরা অংশ নিবে। বন্ধুদের মধ্যে আছেন শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ¦ল, নুর হোসেন, মুক্তার আলী, রাশেদ, রফিকুল ইসলাম, ব্যবসায়ী নেতা সেলিম রেজা, সমাজসেবক আসাদুল হক বটুল, এজাজ হোসেন, ডা. আসাদুর রহমান মালিক খোকন, সাংবাদিক বিপুল আশরাফ প্রমুখ।