চুয়াডাঙ্গা মঙ্গলবার , ৮ মার্চ ২০২২

ডিবিসি টেলিভিশনে নিয়োগ পেলেন কামরুজ্জামান সেলিম

নিউজ রুমঃ
মার্চ ৮, ২০২২ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের প্রথম সারির সংবাদভিত্তিক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজে চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক কামরুজ্জামান সেলিম। গতকাল সোমবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী স্বাক্ষরিত নিয়োগপত্রটি গ্রহন করেন তিনি। কামরুজ্জামান সেলিম এর আগে দীপ্ত টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি অনলাইন নিউজ পোর্টাল বিডি-২৪ লাইভ ডট কমে চুয়াডাঙ্গা প্রতিনিধি হিসেবে এবং স্থানীয় দৈনিক আকাশ খবরে ডেস্ক ইনচার্জ হিসেবে কাজ করছেন। নতুন কর্মস্থলে যোগ দিয়ে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন চুয়াডাঙ্গার অগণিত দর্শক ও শুভাকাক্সক্ষীদের প্রতি, পাশাপাশি সহযোগিতা চেয়েছেন সকলের কাছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।