ডা. ওয়াহিদ মাহমুদ রবিনের মায়ের ইন্তেকাল; দাফন সম্পন্ন
- আপলোড টাইম : ০৯:০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
- / ২০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিনের মাতা নাসরিন ওয়াহিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৩ বছর। নাসরিন ওয়াহিদ প্রয়াত চিকিৎসক ডা. ওয়াহিদ আসরাফ দেলোয়ারের সহধর্মিণী। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, গতকাল মঙ্গলবার বাদ আসর চুয়াডাঙ্গার জান্নাতুল মওলা জামে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই কবরস্থান দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক সমাজ, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, চুয়াডাঙ্গার সদর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারী, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।