খেলাধুলা প্রতিবেদন
উয়েফা নেশন্স লীগে প্রথম জয় দেখলো ইতালি। সোমবার নেদারল্যান্ডসকে তাদেরই মাঠে ১-০ গোলে হারায় রবার্তো মানচিনির দল। প্রথম ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল তারা। পোল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করা নেদারল্যান্ডস ঘরের মাঠে খেলেছে ছন্দহীন ফুটবল। ইতালির কাছে এই হারে মুখোমুখি লড়াইয়ে আরো পেছাল ডাচরা। ২১ বারের দেখায় ইতালি জিতেছে ৯ ম্যাচে। আর নেদারল্যান্ডসের জয় ৩টি। ৯ ম্যাচ হয়েছে ড্র। প্রতিযোগিতার ‘এ’ লীগের ১ নম্বর গ্রুপের ম্যাচে প্রথমার্ধে লিড নেয় ইতালি, যোগ করা সময়ে আজ্জুরিদের এগিয়ে নেন নিকোলা বারেল্লা। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ইতালি। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস। গ্রুপের আরেক ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-১ গোলে হারিয়েছে পোল্যান্ড। ডাচদের সমান ৩ পয়েন্ট পোলিশদেরও। তবে গোল গড়ে পিছিয়ে থাকায় পয়েন্ট তালিকার তিনে রবার্ট লেভানদোস্কির দল।