ডাকবাংলার ওষুধ ব্যবসায়ীদের বনভোজন

প্রতিবেদক, ডাকবাংলা:

জমকালো আয়োজনের মধ্যদিয়ে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলায় ওষুধ ব্যবসায়ীদের বনভোজন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকালে ডাকবাংলা বাজার থেকে ওষুধ ব্যবসায়ীদের প্রায় ৫০ জন সদস্য নিয়ে একটি পিকনিক বাস চুয়াডাঙ্গার ইব্রাহিমপুরে যায়। সারাদিন ঘোরাঘুরি, আড্ডায় রান্না-বান্না শেষে খাওয়া বিকেল চারটার দিকে পিকনিক বাসটি আবার ডাকবাংলায় ফিরে আসে।