সমীকরণ প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মরহুম আব্দুল জব্বার বাবলুর স্মরণে সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গার বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডাউকি ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ।
তিনি বলেন, ‘আব্দুল জব্বার বাবলু একদিনে তৈরি হয়নি। তাঁর শূন্যতা কখনো পূরণ হবার নয়। দলের প্রতি জব্বার চেয়ারম্যানের ঋণ শোধ হবার না। তিনি ছিলেন শিক্ষিত, দক্ষ, পরিশ্রমী সংগঠক। তাঁর কাছে আমাদের অনেক শেখার ছিল। আমি কথা দিচ্ছি ডাউকি ইউনিয়নবাসীর পাশে সারাজীবন থাকব।’
স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি মো. আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ডাবু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, বেলগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, প্রভাষক আব্দুর রহিম, ডাউকি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম বুড্ডু।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেনের উপস্থাপনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহাবুল মাস্টার, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেহালা ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুদ্দোজা মিল্টন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন খান, জামজামী ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্যসচিব সাইফুল ইসলাম কনক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এহসানুল হক স্বরাজ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহমেদ, সাইমুজ্জামান মিশা, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, ডাউকি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান প্রমুখ।